Home / সমাজসেবা / কবিতা / আমাদের শিক্ষা সফর

আমাদের শিক্ষা সফর

–কাজী মোরশেদ আলম

শিক্ষা সফর ড. আলমগীর কবির পরিচালিত,
ঐতিহাসিক স্থান কোর্ট বাড়ীতে হয়েছি উপনিত।
আছে আমাদের প্রবল টান
দেখেছি ঘুরে ঐতিহাসিক স্থান
দেখা হলো ঘুরা হলো হলাম আনন্দিত।
শিক্ষা সফর ড. আলমগীর কবির পরিচালিত।

ঘুরে ঘুরে দেখা হলো ঐতিহাসকি স্থান,
জুড়ে গিয়ে শীতল হলো আমাদের তপ্ত প্রাণ।
আজ আমাদের শিক্ষা সফর
সার্থক হলো হয় নি নড়চড়
আমরা দেখিছি ঐতিহাসিক স্থান হয়েছি পুলকিত।
শিক্ষা সফর ড. আলমগীর কবির পরিচালিত।