Home / সমাজসেবা / কবিতা / ড. আলমগীর কবির পাটওয়ারী

ড. আলমগীর কবির পাটওয়ারী

-কাজী মোরশেদ আলম

ড. আলমগীর কবির পাটওয়ারী
এক নিবেদিত প্রাণ,
মানুষের মহৎ কল্যাণে তিনি
সর্বদা এগিয়ে যান।
তিনি এক উজ্জ্বল নক্ষত্র
দীপ্ত অবদান রাখেন সর্বত্র
মানুষের সেবা করে তিনি
অনেক আনন্দ পান।
ড. আলমগীর কবির পাটওয়ারী
এক নিবেদিত প্রাণ।

নিজের বহু জমানো টাকা
করে গেছেন দান,
দানের মধ্যে থেকে তিনি
মজাদার তৃপ্তি পান।
ধর্মীয় নেতার মহৎ পেশা
ভালোর সাথে মেলামেশা
মন্দকে দুর করেন তিনি
সকলের ভালো চান।
ড. আলমগীর কবির পাটওয়ারী
এক নিবেদিত প্রাণ।